মহামারির কারণে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে সব দেশে শিক্ষা ব্যবস্থাকে এখন অনলাইন পাঠদান চালু করা হয়েছে। অনলাইনের পাঠদান করতে হলে ডিজিটাল ফোন প্রয়োজন। কিন্তু এই ব্যবস্থায় সামর্থ্যবানদের কোনো সমস্যা না হলেও বিপদে পড়েছেন খেটে খাওয়া মানুষ। অনলাইনে ক্লাসের জন্য প্রয়োজনীয় ডিভাইস জোগাড় করতে হিমশিম খাচ্ছেন তারা। এমনই এক ব্যক্তি কুলদীপ কুমার,তিনি ভারতের হিমাচল প্রদেশের গুমর গ্রামের বাসিন্দা।
কুলদীপ কুমার বলেন, অনলাইন ক্লাস চালু হওয়ার পর থেকে শিক্ষকরা তাদের উপর চাপ সৃষ্টি করতে থাকে যে, সন্তানদের লেখাপড়া চালিয়ে যেতে একটি ডিভাইস কিনতেই হবে। স্মার্টফোন কেনার জন্য অন্য কোনো উপায় না পেয়ে শেষে গরু বিক্রির সিদ্ধান্ত নেন তিনি। স্মার্টফোনের অভাবে সন্তানরা অনলাইন ক্লাসে অংশ নিতে পারছে না ভেবে তার অনেক খারাপ লাগত। তাই আমি ৬ হাজার রুপিতে একটি গরু বিক্রি করেছি।
Post a Comment