করোনার প্রাদুর্ভাবে তিন মাস ধরে বন্ধ রয়েছে সরকারি প্রাথমিকসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে, এর কোনো ঠিক নেই। তবে ক্ষতি পোষাতে অনলাইন ও টেলিভিশনে ক্লাস সম্প্রচারিত হচ্ছে। কিন্তু এতে করেও সফল বলতে পারছেন না অনেকেই।
করোনাভাইরাসের কারণে গত ১৬ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সে ছুটি আগামী ৭ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে করোনা সংক্রমণ বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে আরও বাড়বে ছুটি। অনেকে সেপ্টেম্বর কিংবা অক্টোবরের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা দেখছেন। তবে যখনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক, তার আগে কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মহামারীর মধ্যে টিউশন ফি আদায়ে মানবিক হওয়ার অনুরোধ জানান দীপু মনি। যতটা সম্ভব শিক্ষার্থীদের বেতন ছাড় দিতে স্কুল-কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ জানান তিনি।
মন্ত্রী বলেন, ফি না পেলে শিক্ষকদের কি করে বেতন দেবে? শিক্ষকরা তো অধিকাংশই বেতনের উপর নির্ভরশীল। টিউশনিও বন্ধ। যেসব শিক্ষা প্রতিষ্ঠানের সামর্থ্য আছে তারা ফি কিস্তিতে বা কিছুদিন বাদ দিয়ে নিক। যতটা ছাড় দেয়া যায় সেটা চেষ্টা করবেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।
আশা করা হচ্ছে অতি শীগ্রই প্রতিষ্টান খুলে দেওয়া হবে।
Post a Comment