কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু
দেলোয়ার হোসেন (রতন)
0
মারা যাওয়া পাঁচজনের মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) একজন এবং আইসোলেশন ওয়ার্ডে চারজন মারা যান। তাঁরা সবাই পুরুষ। বয়স ৫১ থেকে ৮২ বছরের মধ্যে।
হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৮২ বছরের একজন, রাত দেড়টায় লাকসাম উপজেলার ৫৫ বছরের একজন, রাত একটায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার রসুলপুর গ্রামের ৫১ বছরের একজন, রাত ৮টা ৫০ মিনিটে সদর দক্ষিণ উপজেলার ৬৮ বছরের একজন এবং আজ সকাল সাড়ে আটটায় লালমাই উপজেলার ৭০ বছরের একজন মারা গেছেন। এর মধ্যে সদর দক্ষিণ উপজেলার মৃত ব্যক্তি আইসিইউতে এবং অপর চারজন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন।
হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান জানান, হাসপাতালে এখন ১২৪ জন রোগী ভর্তি আছেন। রোগীদের মধ্যে পুরুষ ৮১ জন ও নারী ৪৩ জন। এর মধ্যে আইসিইউতে ১২ জন, করোনাভাইরাস ওয়ার্ডে ৬৫ জন ও আইসোলেশন ওয়ার্ডে ৪৭ জন রয়েছেন। এ পর্যন্ত ৪৩ দিনে কোভিড হাসপাতালে মারা গেছেন ২১৬ জন।
Post a Comment